Sunday 5 July 2020

করোনার ফাকে যেন মাদক বিস্তার না করে।

‘করোনার সুযোগে
 মাদক পাচার করলে
সর্বোচ্চ শাস্তি’

করোনাকালীন সময়ের সুযোগ নিয়ে কেউ যদি মাদকপাচার, সন্ত্রাসী বা জঙ্গি কর্মকাণ্ড চালাতে চায়, তাদের কোন প্রকার ছাড় না দিয়ে সর্বোচ্চ শাস্তির রাষ্টীয় নিশ্চয়তার বিধান রয়েছে ।
মাদক কারবারিরা সবজির ভেতরে, ফলের ৃভেতরে, মালামালের ভেতরে মাদক পরিবহন করছে।
এমন সংকটকালীন সময়ে আমাদের সতর্ক থাকতে হবে।
কিছু গলাবাজ অশিক্ষিত চাটুকার গ্রাম্য কোনাকানির আঞ্চলিক দোকান গুলোতে কোন প্রকার স্বাস্থ্য বিধি না মেনে গুজব ছড়িয়ে সমাজ ব্যবস্থাকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে।  এদেরকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে। এ মুহূর্তে আমাদেরকে সবচেয়ে অগ্রাধিকার দিতে  হবে স্বাস্থ্য সচেতনতার উপর। মাদক যাতে ছড়িয়ে পরতে না পারে, তামাক ও বিশেষ করে গাঁজা সেবী বিকৃত ও সামাজিক অবক্ষয়ের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সবাই মিলে আমাদের এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে হবে।www.anwartrust.wordpres. com

Saturday 13 June 2020

Live with corona.

We are living with corona, living in corona. Our situation is more danger then China now.
Social distance and self cleansing along. www.anwartrust.wordpress.com