Wednesday, 14 August 2019

আজ ১৫/০৮/১৯৮৯ইং মাস্টার আনোযার হোসেন এর ৩০তম মৃত্যুবার্ষিকী।

আজ মাস্টার আনোয়ার হোসেন এর ৩০ তম মৃত্যুবার্ষিকী। ১৯৮৯ইং সালের ১৫ই আগস্ট ভোররাত ৪.৩০টায় বেশকিছু জটিল রোগসহ দুরারোগ্য জীবননাশী রোগ ক্যান্সারে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মাস্টার আনোয়ার হোসেন ছিলেন একজন নিখুত সমাজসেবকের জীবন্ত কিংবদন্তী।
জীবনে অন্যায়ের কাছে মাথানত করেননি তিনি। সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে মাস্টার আনোয়ার ছিলন একজন শক্তির আধাঁর, আশ্রয়স্থল, গরীবের সহায়। তিনি মানুষকে মানুষ হিসাবে দেখতেন, ধণী দরিদ্রের ভেদাভেদে নয়। সমাজের অসংখ্য অনিয়ম, অত্যাচার, মানুষ হয়ে মানুষের অধিকার হরণ, ব্যভিচার, মদ, জুয়া ও কুসংস্কার থেকে মুক্তির জন্য রাতদিন পরিশ্রম করে গেছেন তিনি। সেসময় তিনি অনুধাবন করেছিলেন যে, সমাজের পরির্তন করতে হলে শিক্ষার উন্নয়ন ও প্রসার অপরিহার্য।
জমিদারের সন্তান ছিলেনতিনি। নিজে ফেণী কলেজ থেকে আইএ পাশ করে বিদেশে উচ্চশিক্ষার্জনে না গিয়ে বা দেশে নিজের প্রতিষ্ঠার কথা না ভেবে তিনি সমাজ সেবায় আত্মনিযোগ করেন। তিনি সমাজের জন্য, শিক্ষার জন্য উল্লেখযোগ্য অবদান রাখেন।
পৈত্রিক সম্পত্তিতে নিজ উদ্যোগে উত্তর সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। মরহুম মাস্টার আব্দুল হক সাহেবের সন্তোষপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টিকে তাহার একান্ত বন্ধু মৌলভী মোহাম্মদ হাসান সাহেব সহ প্রতিষ্ঠা করেন@সন্তোষপুর উচ্চবিদ্যালয়। প্রতিষ্ঠায় অবদান রাখেন দলিলিয়া মাদ্রাসা, জমিদান করেন হোসাইনিয়া কাসেমুল উলুম মাদ্রাসায়। এ মানবতার সেবকের আত্মার মাগফিরাত কামনা করি। আমিন।

No comments:

Post a Comment