হ্যাঁ, জীবনে ভূল আছে সেটা আমি হায়াত থাকলে শুধরিয়ে নেবার সুযোগ আছে।
সেগুলোর অন্যতম হলো অতি আবেগ, ক্রোধ, দাম্ভিকতা, নিজের আবশ্যিক স্বার্থকে গুরুত্ব না দিয়ে অন্যের স্বার্থে নিজেকে বিলিয়ে দেওয়া।
যখন যাকে ভালোবেসেছি নিজের চেয়ে নিজের মা-ভাই-বোন, নিজের স্ত্রী সন্তানের চেয়ে বেশি অন্ধভাবে তার বা তাদের জন্য সব করেছি, তাদের জন্য অন্যকে ক্রোধ-দাম্ভিকতা দেখিয়েছি। যেসব ছিলো ভূলের চাইতে ভূল অনেক ক্ষেত্রে অপরাধ করেছি। কিন্তু যে বা যাদের জন্য সব করলাম তারা প্রতিদান হিসাবে যা কিচু আমার সাতে করলো তা সবাই জানেন।
ধর কেউ আমার একমাত্র পছন্দের নেতাকে কটাক্ষ করে বিশ্রি ভাষায় গালি দিয়েছে শুনলে তাকে আমি ধমক দিয়েছি, পাল্টা কিছু বললে আরো বেশি ধমকিয়েছি, কিন্ত সে বা তারা আমা যেগুলোর কোনটাই আমার ব্যক্তি বা নিজের জন্য বা পরিবারের জন্য নয়।
আমার নিজের ব্যাক্তিস্বার্থে কাউকে আপনি থেকে তুমি বলার চেস্টা করিনাই। অন্তরের মালিক আল্লাহকে নিজে, চুড়ান্ত বিচারক ও একমাত্র আল্লাহ। আমি আল্লাহর উপর ভরসায় বেঁচে আছি, শক্তিশালী আছি। নিজেকে চেনার সুযোগ পেয়েছি।
আমি যখন যাকে পছন্দ করেছি শুধু তাকেই পছন্দ করেছি। তাকে সবাই অপছন্দ করলেও আমি অপছন্দ করিনাই। তাকে সবাই ত্যাগ করলেও আমি ত্যাগ করিনাই। যাকে ভালোবেসেছি বিশ্বাস করেছি জীবনের দিয়ে মনেপ্রাণে ভালোবেসেছি বিশ্বাস করেছি। বিনিময়ে কি পেয়েছি। প্রতিদানের কথা কখনো ভাবিনাই ।
তাই না পাওয়ার বেদনা আমাকে কষ্ট দেবে তা চাই না।
আমি জীবনে ধুমপান করিনাই। মদ পান করিনাই, গাঁজা মাদক আমি চিনি না। আজ পর্যন্ত তাস এর ফোটা চিনি না। কাউকে ফাঁকি দিয়ে টাকা আয় করিনাই। কারো টাকা বা সম্পদ মেরে খাওয়া তো দুরের কথা কারো থেকে পারত পক্ষে হাওলাত পর্যন্ত করিনাই। কর্জ ইদানীং করতে হয়েছে জীবন বাঁচানোর তাগিদে। আমি সেটা বড় খাতায় লিখে রেখেছি। সুতরাং আমার কোন দুশ্চিন্তার কারন নাই। মন খারাপ করার দরকার নাই।