Monday, 28 May 2018

মাদকাসক্তির মতো সর্বনাশা ছোবল দেশের তরুণ সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।

মাদকাসক্তির মতো সর্বনাশা ছোবল দেশের তরুণ সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আজকের ও আগামী দিনের সুস্থ সুন্দর ও সুখকর সমাজের জন্যে মাদকদ্রব্যের ব্যবহার রোধ করতে হবে। আর তার জন্যে প্রয়োজন ব্যক্তিগত উদ্যোগ সামাজিক প্রতিরোধ এবং জাতীয় আন্তর্জাতিক হস্তক্ষেপ। আমরা আশা করছি সময়ের ব্যবধানে এসব জাতীয় ও আন্তর্জাতিক উদ্যোগ আগামী প্রজন্মকে উপহার দেবে একটা মাদকমুক্ত সমাজ। আমরা সে প্রতীক্ষায় রইলাম।

রনি সাহস দেখিয়ে সব কলঙ্ক নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করে

রনি তো বোধ শক্তির জোড়েই পদত্যাগ করে সবাইকে শিক্ষা দিলো। তার নিজের কাছে নিজের নিষ্পাপ অনুভূতিকে জাগ্রত রেখে, নিজের ভূল বুঝতে পেরেই সে পদ থেকে সরে দাড়ায়, কিন্তু বড় অসমযে! যখন দেশ বিরোধীদের থাবায় ছাত্রলীগ আহত তখন। কৈশর থেকেই ছাত্রলীগ করতাম, স্বাধীন বাংলাদেশে আমার এলাকায় প্রথম ছাত্রলীগের কার্যক্রম এর গর্বিত অংশীদার আমি। ১৯৮৪ সালে হাইস্কুল শাখার সাধারন সম্পাদক, ৮৬ সালে সভাপতির দায়িত্ব পালন করি।এইসএসসি নিজামপুর কলেজ, ডিগ্রী সিটি কলেজ- ্এরশাদ বিরোধী আন্দোলনে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের হয়ে আন্দোলন করেছিলাম। ৯১ বিম্পি ক্ষমতায় এসে তাদের সবাইকে এগিয়ে নিয়ে গেলো সুযোগ সুবিধা দিলো,আমরা পেছনে পড়ে গেলাম।আইন কলেজে রাজনীতি করেছিলাম- আজকের অনেক বড় নেতাদের কোন সহযোগিতা সেদিন আমরা পাইনি, তার পর শিকার হলাম নির্দয় দলীয় গ্রুপিং এর, শিবির বরাবরই প্রতিপক্ষ ছিলো কিন্তু কোন ক্ষতি করতে পারেনি যতটুকু ক্ষতি করলো আমার দলের নেতারা, সে ক্ষত কখনো শুকানোর কোন উপায় নেই।রাজনীতিকে বাজনীতি বলতেও দ্বিধা করিনা এখন। ছাত্রলীগ বারংবার অনেক বিতর্কিত কর্মকান্ড করে সকলের মাথাকে অবণত করে রাখছে, সেখানে রনি (https://www.facebook.com/ronyctg?hc_location=ufi) নতুন এক সম্ভাবনা হযে দাড়িয়েছিলো তার স্বীয় মেধা শক্তি আর সামর্থ্য দিয়ে।চাঁদাবাজী করতে হলে কোন কোচিং সেন্টারে যাবার দরকার ছিলো না, যদি ব্যক্তিগত লেনদেন না থাকতো। চাঁদাবাজী করতে চাইলে শহরের বড় বড় ব্যবসায়ীদের তুলে নিয়ে লক্ষ লক্ষ টাকা রনি আদায় করতে পারতো। কোচিং সেন্টারে ব্যবসার হিস্যার জন্যই রনি তার পার্টনারের গায়ে হাত তোলা ঠিক হয়নি। তাই সেটাকে সমর্থন না দিয়ে বলছি, ভালো করে ভিডিওটা দেখলে বুঝতে কষ্ট হবে না যে, এটা চাঁদাবাজী নয়, পাওনা টাকা আদায়ের ভূল কৌশল ছিলো মাত্র, আর টাকা পরিশোদে ব্যর্থতার কারন্ই তার পার্টনারের নিরবতা।
www.anwartrust.yolasite.com www.anwartrust.jigsy.com  www.anwartrust95.webs.com www.youtube.com/anwartrust রনি সাহস দেখিয়ে সব কলঙ্ক নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করে ছাত্রলীগের মর্যাদা উর্দ্ধে তুলে ধরলো। কিন্তু বাকিরা? নগরকে দোজখে পরিণত করে রেখে দাঁত কেলিযে হাসতে থাকলে রনিরা আর ফিরে আসবে না।